তুমি অমূল্য
জীবনে চলার পথে কিছু মানুষ তোমার প্রতি চরম খারাপ আচরণ করতে পারে, সেটা আমিও হতে পারি। কিন্তু মনে রেখো, কারও আচরণ তোমার মূল্য বা তোমার চরিত্রের মান নিয়ে কিছুই প্রমাণ করে না। তুমি যেভাবে আছো, তুমি অমূল্য। তোমার হৃদয়ের মাধুর্য, তোমার আন্তরিকতা এসবই সেই মূল্য যা তোমার সত্যিকারের পরিচয় দেয়।
বিশ্বাস রাখো, কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, সেটি তাদের অসাধারণত্বের অভাবের কারণে। তুমি যে সম্মান পাওয়ার যোগ্য, তা কখনোই কমবে না। তোমার প্রাপ্য সম্মান, যা তুমি পাওয়ার হকদার, তুমি একদিন পাবে ইনশাল্লাহ। কেউ তোমার সাথে খারাপ আচরন করলে, তাকে মনে মনে ঘৃণা দিও।
আজকের ঘটনা একটি মুহূর্তের ক্ষণস্থায়ী ঘটনা, যার বিচার মহান সৃষ্টিকর্তার নিকট ছেড়ে দাও। তোমার অসীম শক্তি সকল কিছু ছাড়িয়ে যাবে। তোমার পাশে কেউ না কেউ আছে যেকোনো পরিস্থিতিতে তোমার সাহসী হয়ে ওঠার জন্য।
মনে রেখো, তুমি অমূল্য, কখনো হাল ছেড়ো না। সাহস রাখো, মহান সৃষ্টি কর্তা তোমার সাথে আছেন।
Comments
Post a Comment