জীবনের শেষ দিনগুলো
আমার জীবনটা একটি বৃক্ষের মত। যখন আমার জীবন বৃক্ষের পত্র-পল্লব ঝড়ে ঝরে পড়ছিল ঠিক তখনই তা তুমি যত্ন করে কুড়িয়ে নিলে। জীবনের ক্লান্তি ঝরা দিনের শেষ যেন সন্ধ্যাতারা হয়ে তুমি আমার জীবনে মিষ্টি আলোয় ভরিয়ে দিলে। একঘেয়েমি দিনগুলোতে তুমি এখন স্বপ্নের রাজকন্যা।
এ ব্যস্ত জীবনে যখন লাটিমের মত ঘুরছিলাম, আমার প্রতিটি সকাল-দুপুর, সন্ধ্যা-রাত্রী উদাসীন থাকতো, ঠিক তখনই তুমি হৃদয়ের পরশ দিয়ে নীলাচলে পরম যত্নে জড়িয়ে নিলে। এক সময় সব কিছু থেকে দুরে সরে যখন আমি মানুষ রুপী যন্ত্র ছিলাম, তখনই তোমায় পেয়ে আমি ধন্য হয়েছি। শূণ্য হৃদয় পূর্ণ হয়েছে। আর তাইতো তোমার পাশেই জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দিতে চাই। যে ক’দিন বাঁচবো, তোমার মাঝেই বাঁচতে চাই।
এ ব্যস্ত জীবনে যখন লাটিমের মত ঘুরছিলাম, আমার প্রতিটি সকাল-দুপুর, সন্ধ্যা-রাত্রী উদাসীন থাকতো, ঠিক তখনই তুমি হৃদয়ের পরশ দিয়ে নীলাচলে পরম যত্নে জড়িয়ে নিলে। এক সময় সব কিছু থেকে দুরে সরে যখন আমি মানুষ রুপী যন্ত্র ছিলাম, তখনই তোমায় পেয়ে আমি ধন্য হয়েছি। শূণ্য হৃদয় পূর্ণ হয়েছে। আর তাইতো তোমার পাশেই জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দিতে চাই। যে ক’দিন বাঁচবো, তোমার মাঝেই বাঁচতে চাই।
Comments
Post a Comment