দূরে থাকার বেদনা
তোমার দুরে থাকার বেদনা আমাকে তিলে তিলে গ্রাস করছে। সেই বেদনার অশ্রু জলে শুধু
আমার দুটি গাল প্লাবিত হয় । নির্ঘুম রাতে জানালা দিয়ে নীল আকাশ দেখি আর অপেক্ষার প্রহর
গুনি সুন্দর সকালের। তুমি বিনা আমার আত্মা হয়তো কোন দিন মরু পাথরের ধুলি কণা হয়ে যাবে।
Comments
Post a Comment