Posts

Showing posts from July, 2025

আমি তোমাকে ভালোবাসি....

আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো আছো আমার হৃদয় জুড়ে। তুমি ছাড়া কিছু নেই। তোমাকে ঠিক ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসলে আমার ভালোবাসা পরিপূর্ণ। তবে যেই সম্পর্কে ঝগড়া বেশি হয়, সেই সম্পর্কে ভালোবাসা অনেক বেশি। ভালোবাসি তোমাকে। আজ কয়দিন কষ্ট পাচ্ছি অনেক, তবে আজ কষ্টের মাত্রা ছাড়িয়ে গেছে। একই স্বপ্ন তিনবার দেখেছি, তারপর আর রাতে ঘুমাতে পারিনি। তুমি অনেক ছেলেমানুষ, আমার আদুরি, তাইতো উল্টা পাল্টা কিছু দেখলে আমি থাকতে পারি না। আবারও বলছি, সব সময় মহান আল্লাহর কাছে সাহায্য চাইবে, যেন তুমি কোন ভুল না করো। জীবনে যেন আর কোন ভুল না করো। তোমার কন্ঠ শোনার জন্য বেকুল হয়ে ছিলাম। সেই মিষ্টি কন্ঠ। যে কন্ঠ শুনলে আমার সকল কষ্ট দুর হয়, যে কন্ঠ শুনলে আবার আমি শক্তি পাই। আমি অপরাধী। তোমার জীবনকে সুন্দর করতে পারিনি, হয়তো এ অপরাধের জন্য আমি নিজেকে কোন দিনও ক্ষমা করতে পারবো না। তবে আমি চরিত্রহীন নই। আমার মাঝে তুমি ছাড়া কিছুই নেই। শুধু তুমি, শুধুই ‍তুমি। রাগ করি, গালমন্দ করি কিন্তু আমার পুরো হৃদয় জুড়ে তুমি শুধু তুমি। কথা বলি না বলি, আমার হৃদয় জুড়ে তুমি, শুধু তুমি। কোন সুযোগ নেই তুমি ছাড়া হৃদয়ে অন্য কিছুর। তোমায় নিয়ে ...