Posts

Showing posts from July, 2024

পরাজয়

আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই কালো পর্দায় আড়াল করা দৃষ্টির কাছে যার দৃষ্টিসীমা খুবই নগণ্য। আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই দেয়ালের কোনে ঘর বাধা পিপঁড়া তুল্য ধৈর্যের কাছে যার দৌরাত্ব খুবই পরিসীম। আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই ভাদ্রের সাইনবোর্ডে অভদ্রের ঝাণ্ডাধারী সেই পরিবেশের কাছে যে কাব্যচর্চা থেকে দূরে সরিয়ে অশ্লীলতায় উদ্বুদ্ধ করে নির্ভয়ে, নির্বিঘ্নে। মন্দের এই পৃথিবীতে আমি বড় অসহায় কি আমার ক্ষমতা, মন্দকে পরাজিত করি। আমি কি টিকে থাকতে পারবো..........?